উত্তরদিনাজপুর

স্বর্নিভর দলের মহিলাদের স্বর্নিভর করার উদ্দেশে কালিয়গঞ্জে আয়োজিত হল লোন মেলা

উত্তর দিনাজপুর জেলার কালিয়গঞ্জে বুধবার দুপুর ২ টা নাগাদ বিডিও অফিস পঞ্চায়েত   সমিতির সভা কক্ষে গ্রামের স্বর্নিভর দলের মহিলাদেরকে লোন মেলার মাধ্যমে লোন প্রদান করা হয়। তার মধ্যে ৮৯টি দলের ৭৯০ জন মহিলাদেরকে ২ কোটি লোন দেওয়া হয়  কালিয়াগঞ্জ ব্লক ও  পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে।উপস্থিত ছিলেন কালিয়গঞ্জ  পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই বৈশ্য, কালিয়গঞ্জ বিডিও, যুগ্ম বিডিও পরিমল দাস, ব্যাঙ্ক আধিকারি সহ স্বর্নিভর দলের মহিলারা ।

 

            পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই বৈশ্য জানান গ্রামের মহিলাদেরকে স্বর্নিভর করার লক্ষে লোন মেলার আয়োজন করা হয় কালিয়াগঞ্জ ব্লক ও  পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে। লোন মেলার মাধ্যামে স্বর্নিভর দলের মহিলাদেরকে  ৮৯টি দলের ৭৯০ জন মহিলাদেরকে ২ কোটি লোন দেওয়া হবে।এছারা ১০ নং মালগাও গ্রাম পঞ্চায়েতর পাহার গাও গ্রামকে কালিয়াগঞ্জের মধ্যে বেকয়ারড ভীলেজ হিসেবে চিহ্নিত   করা হয়েছে তার জন্য বিশেষ করে নজর দেওয়া হচ্ছে।